নতুন সংসদ ভবন না বানিয়ে কৃষকদের টাকা দেওয়া উচিতঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কৃষি বিল নিয়ে উত্তপ্ত দিল্লি। গত কয়েকদিন ধরে লাগাতার আন্দোলনে কৃষকরা। ইতিমধ্যে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার মেয়ো রোড থেকে ফের একবার কেন্দ্রের কৃষক-বিরোধী নীতি ইস্যুতে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন যে, কৃষকদের আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে। কৃষি বিলের প্রতিবাদে সামিল হয়েছে বাংলাও।

মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে চলছে বিক্ষোভ-আন্দোলন। আর এদিন সভাস্থল থেকে তৃণমূলনেত্রী বলেন, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সর্বস্তরের মানুষের একজোট হওয়া প্রয়োজন। শুধু তাই নয়, তাঁর কথায় এদিন উঠে আসে সিঙ্গুর আন্দোলনও। সিঙ্গুরে লম্বা অনশন চালিয়ে গিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই কথা আরও একবার সবাইকে মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কৃষক-স্বার্থে ২৬ দিন অনশন করেছিলাম ধর্মতলার মোড়ে। প্রতিজ্ঞা ছিল জোর করে জমি অধিগ্রহণ করতে দেব না। মৃত্যু-মুখে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছি।

আগামিদিনেও কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রের ৩টি আইনই কৃষক বিরোধী। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আইনে পরিবর্তনের কারণেই দামবৃদ্ধি। আগে রাজ্য সরকার আগু-পেঁয়াজ কিনে মজুত করত। সঙ্কটের সময় কমদামে বিক্রি করত। গরমকালে বাজারে আলুর সঙ্কট দেখা দেবে।’ উল্লেখ্য, আজ বৃহস্পতিবার নতুন সংসদ ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়েও আক্রমণের সুর চড়ান মমতা।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারে সভা করতে যাচ্ছিলেন জেপি নাড্ডা। আর যাওয়ার পথেই হামলা হয় তাঁর কনভয়ে। হামলার পর থেকেই অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য। অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধেও। এই অবস্থায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমি যখন দিল্লি যাই, তখন ওরা আমার সঙ্গে কী করে?’ এর আগে দিল্লিতে হওয়ার ঘটনার কথা মনে করিয়ে দেন তিনি। বলেন, যখনই আমরা দিল্লি যাই, তখনই ওরা আমাদের ঘেরাও করে। মুখ্যমন্ত্রীর দাবি এই ঘটনার সবটাই বিজেপির সাজানো। তাঁর মতে, বিজেপির র‍্যালিতে এমনিতে লোক হয় না। তাই মিডিয়ার লাইমলাইট ঘোরানোর জন্য এই কাজ করেছে। সবটাই নাটক বলে মন্তব্য করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*