অনলাইনে পড়াশুনোর জন্য দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাবলেট দেওয়া সম্ভব নয়। এত কম সময়ে এতো ট্যাব মিলবে না তাই
বাস্তবতা বিচার করে তাই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেব বলেছিলাম। আমরা দরপত্র ডাকলে বড়জোর এক থেকে দেড় লক্ষ পেতে ট্যাব পেতে পারি। চিনা ট্যাব কিনতে পারব না। ভারত সরকার বারণ করেছে। অফিসারদের নিয়ে সিদ্ধান্ত নিয়েছি, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দিয়ে দেওয়া হবে।’
Be the first to comment