মঙ্গলবার বোলপুরের জনসভা থেকে কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে তৃণমূলনেত্রীর তোপ, টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনে নিয়ে ভাবছেন তৃণমূলকে কিনে নেবেন? সেটা হবে না। একুশের ভোটে আমাদেরই জয় হবে। এদিন বোলপুরে রোড শো শেষে জামবুনিতে প্রকাশ্য সভায় নাম না করে এভাবেই বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো।
সোমবার বোলপুর লজ থেকে জামবুনি পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার পদযাত্রা করে তৃণমূল। পদযাত্রার পুরোভাগে ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগাগোড়া এদিন মমতার সঙ্গে দেখা গিয়েছে স্থানীয় সাংসদ শতাব্দী রায়কেও। এছাড়াও পদযাত্রায় সামিল ছিলেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। পদযাত্রা শেষে জামবুনিতে সভা করেন তৃণমূলনেত্রী। সেই সভা থেকেই কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আসন্ন বিধানসভা ভোটে বিরোধীদের হারিয়ে ফের রাজ্যে তাঁর দল তৃণমূল ক্ষমতায় ফিরবে বলে আশাবাদী মমতা।
দিন কয়েক আগেই শুভেন্দু অধিকারী তৃণমূলের হাফ-ডজন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। একইসঙ্গে তৃণমূল ছেড়ে বিদজেপিতে যোগ দিয়েছেন আরও কয়েকজন তৃণমূল নেতা। এদিনের সভায় তৃণমূলের ঘর ভাঙানোয় নাম না করে বিজেপির কড়া সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ওরা টাকা দিলে নিয়ে নিন। তবে ভোটে ওদের বিদায় দিন। টাকা দিয়ে কয়েকটা এমএলএ কিনে নিয়ে ভাবছো তৃণমূলকে কিনে নেবে? সেটা হবে না। একুশের ভোটে আমাদেরই জয় হবে। এরই পাশাপাশি তিনি আরও বলেন, আমাদের গোটা পরিবারই মানুষের পরিবার।
Be the first to comment