কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করতে সম্মতি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির লাগাতার আক্রমণের মুখে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সভাঘরে মমতা জানিয়ে দিলেন, এবার পশ্চিমবঙ্গেও চালু হতে চলেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। এ বিষয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং শীঘ্রই রাজ্যেও এই প্রকল্প শুরু হবে।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, কিছুক্ষণ আগে আমার কৃষিমন্ত্রী সঙ্গে কথা হয়েছে। আমাদের টাকাটা পাঠিয়ে দিলে আমরাই কৃষকদের দিয়ে দিতাম। কিন্তু, কৃষিমন্ত্রী আমাদের বললেন, আমরা সরাসরি দেব।

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রের পোর্টালে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের ২১ লক্ষ কৃষক নাম নথিভুক্ত করিয়েছে। তাদের মধ্যে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেই তালিকা অবশ্য রাজ্য সরকারই চূড়ান্ত করবে। তারপরই এই টাকা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে দেবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে সারা বছরে তিন দফায় চাষিদের অ্যাকাউন্টে ছয় হাজার টাকা করে দেয় কেন্দ্র।

তবে প্রকল্প চালু করার বিষয়ে মুখ্যমন্ত্রী সম্মত হলেও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, পোর্টাল করেছে কেন্দ্রীয় সরকার। কৃষকরা সেই সেন্ট্রাল পোর্টালে নাম নথিভুক্ত করেছে। সরকার নিজেরাই টাকা দেবে। এটা ওরা রাজনীতি করছে। তবে আমরা কৃষকদের স্বার্থ সবার আগে দেখি, তাই আমরা চাই কৃষকরা টাকাটা পাক, এটা আমাদের বোঝার ভুল হয়েছিল।