দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর একদিন আগে সোমবার দিল্লিতে বসেছিল বিরোধী দলগুলির গুরুত্বপূর্ণ বৈঠক। মোট ২১টি বিজেপি বিরোধী দল এই বৈঠকে অংশ নেয়। আলোচ্য ছিল, লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মহাজোট তৈরি করা। বৈঠকের পর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জানান, বিজেপির জনবিরোধী কাজের বিরুদ্ধে একজোট হবে বিরোধী দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কথা হয়েছে। এই প্রধান উদ্যোক্তা তেলুগু দেশমের চন্দ্রবাবু নাইডু। সংসদে যৌথ বোঝাপড়া নিয়েও কথা হয়েছে। বৈঠেক ছিলেন রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, মনমোহন সিং, মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএমের পিনরাই বিজয়ন, অমরিন্দর সিং, ভি নারায়ণস্বামী। ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ও উপেন্দ্র কুশওয়াহা। এনসিপির শরদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের সুধাকর রেড্ডি, ডিএমকের এম কে স্টালিন, আরজেডির তেজস্বী যাদব, এলজেডির শারদ যাদবরাও। থাকছেন না বিজু জনতা দলের কেউ। মায়াবতী বা অখিলেশ যাদব আমন্ত্রিত হয়েও ছিলেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*