ট্যাব কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে । এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী । রাজ্যের ৯ লাখ পড়ুয়া ট্যাব কেনার সুযোগ পাবেন। কোনও পড়ুয়ার নাম বাদ গেলে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবছরের শেষেই উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসায় পাঠরত পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে বাংলার স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের অনলাইনে ক্লাস করতে যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক শুরু থেকেই ছিল পড়ুয়াদের জন্য। নবান্ন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, আজ থেকেই ট্যাব কেনার জন্য পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাচ্ছে। সর্বোচ্চ সাত দিনের মধ্যে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানান তিনি। কোনও যোগ্য পড়ুয়া যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, সবুজ সাথী প্রকল্পের আওতায় আরও ২০ লাখ সাইকেল দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment