ভোটের মুখে নতুন স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়—‘তৃণমূল কংগ্রেসের বিকল্প হল উন্নততর তৃণমূল কংগ্রেস’। আজ কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে বিজেপি-কে তীব্র ভাষায় আক্রমণের পাশাপাশি তৃণমূলের কংগ্রেস নেত্রী বলেন, ‘‘তৃণমূলের বিকল্প হবে তৃণমূলই।’’
প্রসঙ্গত, এক সময় বামফ্রন্টও একই স্লোগান তুলেছিল। জ্যোতি বসু রাজনীতি থেকে অবসর নেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। এর পর ২০০১ সালের বিধানসভা ভোটে বুদ্ধদেবের স্লোগান ছিল, ‘‘বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট।’’ সেই বছর নির্বাচনে ১৯৯৬ সালের নির্বাচনের চেয়েও ভাল ফল করেছিল বামেরা। অনেকটা যেন সেই ধাঁচেরই স্লোগানই এ বার শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে।
আজ তৃণমূল নেত্রী আরোও বললেন, ‘‘তৃণমূলের বিকল্প মা-মাটি-মানুষ। অন্য কেউ নয়। তৃণমূল আরও উন্নততর তৃণমূলের দিকে যাবে। আরও উন্নয়নের দিকে যাবে।’’
Be the first to comment