নন্দীগ্রামে দাঁড়িয়ে অমিত শাহ জিতলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী করে দেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

নন্দীগ্রামের মাটিতেই দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, আসন্ন বিধানসভায় তিনিই প্রার্থী হচ্ছেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে আধ লাখ ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে আবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেত্রী। জানিয়ে দিলেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে অমিত শাহ জিতলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী করে দেবেন।

নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী। ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। তারপরই নন্দীগ্রামে সভা করে মমতা ঘোষণা করেন,’আগামী নির্বাচনে নন্দীগ্রামে তিনিই প্রার্থী হবেন। তারপর থেকেই ভবানীপুরে হারার ভয়ে মমতা নিরাপদ আসন খুঁজছেন বলে খোঁচা দিয়ে আসছে বিজেপি।

শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, ‘নন্দীগ্রামে মমতাকে আধ লাখ ভোটে হারাব।’ সেই সুরেই এ দিন কোচবিহারের জনসভায় অমিত শাহ বলেন,’ভয় পেয়েছেন দিদি। নিরাপদ আসন খুঁজছেন। একটা আসনে দাঁড়ানোর সাহস হচ্ছে না তাঁর।’ অমিতের এহেন কটাক্ষে প্রত্যাঘাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’নন্দীগ্রামে লড়াই করুন। জিতে গেলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী করে দেব।’

বাংলায় বিজেপি ২০০টি আসনের বেশি পাবে বলে দাবি করেছেন অমিত শাহ। তার জবাবে মমতার পাল্টা দাবি, এবার ২২১টির বেশি আসন পাবে তৃণমূল)। তিনি বলেন,’লোকসভা ভোট আলাদা। পুলওয়ামা কী হয়েছিল সবাই জানে! দেশের সম্মান জড়িত তাই এর বেশি কিছু বলব না। ভিভিপ্যাটেও হ্যাকিং হয়। প্রাক্তন আধিকারিকরা চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশনে। আমিও চিঠি দিয়ে ১০০ শতাংশ ভিভিপ্যাটের দাবি করেছি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*