মৎসজীবীরা যাতে মাথা উচু করে কাজ করে সেটাই চাই, জানালেন মমতা
পিয়ালি আচার্য,
মৎসজীবীরা যাতে মাথা উচু করে কাজ করে সেটা চাই। শস্য বিমার ক্ষেত্রে রাজ্য বেশি টাকা দেয়। আর কেন্দ্র নিজের বিজ্ঞাপন করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শস্য বিমার পুরো টাকাটাই আমরা সরাসরি চাষিদের দিয়ে দেবো। শস্য বিমার ক্ষেত্রে ৩ বছরের টাকা বাকি রেখেছে কেন্দ্র। ৫০ শতাংশ মানুষ এই শস্য বিমার আওতায় নেই। স্বাধীনতার এতো বছর পড়ে অনেক জায়গায় ব্যাঙ্ক নেই। ইনকাম ট্যাক্স, সেস বিভিন্ন ক্ষেত্রে দিল্লি টাকা পায়।
এগুলো দিল্লির নিজের টাকা নয়। রাজ্য থেকে ৪০-৫০ হাজার কোটি কেটে নিয়ে যায়। রাজ্য যদিও ১০ হাজার কোটির মতো পায়, তাও অনেকসময় দেয় না।
Be the first to comment