সূচি ছিল আজই প্রকাশিত হবে ঘাসফুলের নির্বাচনী ইস্তাহার ৷ তৈরি ছিলেন কর্মী-সমর্থকরাও ৷ মিছিল করার প্রস্ততিও ছিল ৷ পাড়ায় পাড়ায় তৈরি রাখা হয়েছিল জোড়াফুলের পতাকা, সবুজ আবির ৷ কিন্তু আজ প্রকাশিত হচ্ছে না ইস্তাহার ৷
আগামীকাল হলদিয়ায় মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা করে ফিরলে তারপরেই প্রকাশিত হবে তৃণমূলের ইস্তাহার । আর সেই কারণেই ইস্তাহার প্রকাশের দিন পিছিয়ে দিল ঘাসফুল শিবির ৷ আগামীকাল নেত্রীর মনোনয়ন দাখিল করার সময় বিকেলে নন্দীগ্রাম থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের একটি বড় মিছিল হলদিয়ায় আসবে ৷
রাজনৈতিক শিবিরে একাংশের মতে, তৃণমূল বিগত এক দশকের সবথেকে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ যে নেত্রীর কথাই ঘাসফুলের শেষ কথা বলে মনে করা হত, এখন একপ্রকার তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন নিচুতলার কর্মীরাও ৷ মমতা নিজের মুখে প্রকাশ করেছেন প্রার্থীতালিকা ৷
এরপরেই টিকিট না পেয়ে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত ৷ তার উপর গতরাতের অগ্নিকাণ্ড ৷ সবমিলিয়ে এখন কিছুটা ধীরে চলো নীতি বেছে নিয়েছে ঘাসফুল শিবির ৷ এবং সম্ভবত সেই কারণেই তৃণমূল ইস্তাহার প্রকাশের দিন কিছুটা পিছিয়ে দিতে চাইছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷
Be the first to comment