নতুন বছরে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমধ্যে প্রথমটি হলো ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষক বা ক্ষেতমজুর মারা গেলে ২ লক্ষ টাকা পাবে পরিবার।
কৃষক বন্ধু প্রকল্পের অধীনে দ্বিতীয়টি হলো প্রতিবছর দুই ক্ষেপে মোট ৫ হাজার টাকা একর প্রতি দেওয়া হবে। মঙ্গলবার অর্থাৎ ১ জানুয়ারি থেকে লাঘু হবে নিয়ম। ১ ফেব্রুয়ারি থেকে কৃষকরা টাকা পেতে শুরু করবেন।
এছাড়া মা মাটি মানুষ তথা রাজ্যবাসীকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথাই জানালেন মমতা। মুখ্যমন্ত্রী আরও জানান, আজ বছরের শেষ দিন। কাল অর্থাৎ রাত ১২টার পর থেকে শুরু হচ্ছে নতুন বছর। আর সেকারনেই রাজ্যের বিভিন্ন জায়গায় সাইরেন বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এবছর থেকেই চালু হচ্ছে এই নতুন ভাবনা।
এদিন আসন্ন গঙ্গাসাগর মেলা ও বইমেলা নিয়েও বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment