দুর্ঘটনা না ইচ্ছাকৃত আঘাত মমতাকে? কমিশনে জমা পড়ল মুখ্যসচিবের রিপোর্ট

Spread the love

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গাড়ির দরজার চাপ লেগেই বুধবার পায়ে আঘাত লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ যদিও দুর্ঘটনার জেরেই মুখ্যমন্ত্রীর পায়ে চোট লেগেছিল, নাকি ইচ্ছাকৃত ভাবে তাঁকে আঘাত করা হয়েছিল তার কোনও স্পষ্ট উল্লেখ নেই রিপোর্টে৷

গত বুধবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগার পরেই রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছিল কমিশন৷ এ দিন বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল৷ জানা গিয়েছে, মুখ্যসচিবের রিপোর্টে বলা হয়েছে ঘটনার দিন নন্দীগ্রামের বিরুলিয়ার রাস্তায় বিপুল জনসমাগম হয়েছিল৷ রিপোর্টে স্বীকার করা হয়েছে, গাড়ির দরজার চাপ লেগেই আঘাত পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী৷ কিন্তু কী ভাবে গাড়ির দরজা আচমকা বন্ধ হয়ে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লাগল, মুখ্যসচিবের রিপোর্টে তা নির্দিষ্ট ভাবে বলা নেই৷

নন্দীগ্রামের এই ঘটনায় দু’টি তত্ত্ব সামনে এসেছিল৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল, ভিড়ের মধ্যে চার পাঁচজন ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যেই আচমকা গাড়ির দরজা বন্ধ করে দেয়৷ অন্য একটি মহলের দাবি ছিল, রাস্তার পাশে থাকা লোহার স্তম্ভে গাড়ির দরজা ধাক্কা লেগেই দুর্ঘটনা ঘটেছিল৷ সূত্রের খবর, মুখ্যসচিবের রিপোর্টে রাস্তায় ভিড়ের পাশাপাশি লোহার স্তম্ভ থাকার কথাও উল্লেখ করা হয়েছে৷ কিন্তু সেই স্তম্ভে গাড়ির দরজার ধাক্কা লেগেছিল কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি রিপোর্টে৷ আবার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কয়েকজন চাপ দিয়ে মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা বন্ধ করেছিলেন কি না, সে সম্পর্কেও কিছু উল্লেখ করা হয়নি রিপোর্টে৷

রাজ্যের মুখ্যসচিবের রিপোর্ট হাতে পাওয়ার পর নির্বাচন কমিশনের কর্তারা তা খতিয়ে দেখছেন৷ রিপোর্ট নিয়ে আলোচনার পর প্রয়োজনে মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে৷

নন্দীগ্রামে আহত হওয়ার পর এ দিনই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে এ দিনই এ বিষয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ জানিয়ে এসেছে তৃণমূলের প্রতিনিধি দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*