ডাক্তারবাবুদের বলেছিলাম চিকিৎসাটা করে দিন বাকিটা আমি সামলে নেব: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ বলরামপুরের সভায় মমতা বলেন, ‘‘অনেকে ভেবেছিলেন এই অবস্থায় হয়তো বেরোতে পারব না। চিকিৎসকরাও বলেছিলেন, আপনি ১৫ দিন উঠতে পারবেন না। আমি বলেছিলাম, চিকিৎসাটা করে দিন। বাকিটা সামলে নেব। দরকারে হুইল চেয়ারে বসেই মানুষের কাছে পৌঁছে যাব। আমার শরীরে যন্ত্রণা নতুন নয়। হাজরায় মাথায় মারা হয়েছিল। মাথায় সেলাই রয়েছে। অস্ত্রোপচার হয়েছে। দু’হাতও ভাঙা। হাতেও অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার হয়েছে চোখেও। মার খেতে খেতেই এই জায়গায় এসেছি। এটা নতুন কিছু নয়।’’

তিনি আরোও বলেন, ‘‘আমি যদি ভাঙা পায়ে লড়তে পারি, তা হলে তোমরা কেন লড়তে পারবে না?’’ এর পরই তাঁর সংযোজন, ‘‘অভিমান করে ঘরে বসে থাকবেন না, বিজেপি-র বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন।’’