জোটের ব্রিগেড মঞ্চ থেকে বাম নেতারা তৃণমূলকে উৎখাত করার ডাক দিয়েছিলেন। কিন্ত বুধবার ঝাড়গ্রাম বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বামপন্থী বন্ধুরা যাঁরা সত্যিই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চান, তাঁরা আমাদের ভোটটা দিন। সিপিআইএম-কে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। ব্যাখা দিয়ে তিনি বলেন, ‘গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসন থেকে বিজেপি জিতে গেল। জিতে যাওয়ার যদিও দু বছর হয়ে গেলেও ওরা কিছু করেনি।’
এর আগে নির্বাচনী বৈতরণী পার হতে বামেদের শরণাপন্ন হয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঝাড়গ্রামের পাশেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরের জনসভা থেকে শুভেন্দু বলেছিলেন, ‘এখানে অনেকেই আছেন, যারা সিপিআইএম করেন। তাঁরা করুন তাঁদের দল। কিন্তু বিধানসভায় ভোট দিন বিজেপিকে। তাহলেই ন্যায় পাবেন, পঞ্চায়েতে ভোট হবে। বিধানসভা ভোটের পর কংগ্রেস-সিপিএম করুন। আমরাই পারব তৃণমূলকে সরাতে।’ বামেদের প্রশংসাও শোনা যায় শুভেন্দুর বক্তৃতায়।
দলীয় কর্মীদের উদ্দেশে মমতা বলেন, আগে যা করতেন তার চার গুন বেশি কাজ করতে হবে। বিজেপির নাম না করে তিনি বলেছেন, ‘আমাকে বাড়ির ভিতরে রাখতে চেয়েছিল ওরা। যাতে নির্বাচনের সময় আমি বাইরে যেতে না পারি। তারা আমার পায়ে আঘাত করেছে। আমার কন্ঠকে তাঁরা থামাতে পারবে না।’
গোপীবল্লভপুরের সভাতেই বলেছেন, আগে সিপিআইএম মেরেছিল, এখন বিজেপি মারে! তবে নির্বাচনের ঠিক আগে বামেদের প্রতি তাঁর এই বার্তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
Be the first to comment