প্রথম দফার নির্বাচনের আগে বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। আর তাই শেষ বেলার প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্য়ায় পৌঁছন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। বিজেপিকে নিশানা করার পাশাপাশি বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন নেত্রী। তিনি বলেন, আমফান, বুলবুলে বিজেপি আপনাদের কারও পাশে ছিল না। আমরা আমফানে ১৯ লাখ মানুষকে বাঁচিয়েছি। নবান্নে বসে সারা রাত জেগে পাহারা দিয়েছি। একইসঙ্গে মমতার বক্তব্য, ‘দুর্গত মানুষদের পাশে থাকতে কোনও কার্পণ্য করিনি। বিজেপি পার্টির মতো ধান্দাবাজ নই।’
এদিন ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। তুমি চোরেদের রাজা।’ পাশাপাশি এদিন নাম না করে আব্বাস সিদ্দিকিকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘হঠাৎ করে একটা রাজনৈতিক দল গজিয়ে উঠেছে। বিজেপির থেকে প্রচুর টাকা নিয়েছে। আর সংখ্যালঘু ভোট ভাগ করবে বলছে।’
অন্যদিকে, পাথরপ্রতিমায় মমতার আশ্বাস, ‘আড়াই হাজার টিউবওয়েল দেওয়া হয়েছে। বাংলা আবাস যোজনাতে ৩০ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি। ক্লাস নাইনের ছেলেমেয়েরা আগামী দিনে সবুজ সাথী সাইকেল পাবে। ক্লাস টুয়েলভের ছেলেমেয়েরা স্মার্ট ফোনের জন্য ১০ হাজার টাক পাবে। দুয়ারে দুয়ারে রেশন পৌঁছবে। কৃষকদের জন্য বছরে দশ হাজার টাকা। কোনও কৃষক মারা গেলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘সেল্ফ হেল্প গ্রুপে ৫ হাজার টাকা করে পাবে। আরও ১০ লক্ষ মেয়ে নেব। তাদের ২৫ হাজার কোটি ঋণ দেব। তাঁরা যাতে নিজের পায়ে দাঁড়ায়। মাত্র ২ শতাংশ সুদের হারে ৩০ শতাংশ ভর্তুকি দেব। বিধবাদের জন্য ভাতা দেব। ১৮ বছরের পর যে কোনও বিধবাকে ১ হাজার টাকা করে ভাতা। মৎস্যজীবীদের মৃত্যু হলেও ক্ষতিপূরণ। বাড়ির মহিলাদের ৫০০ টাকা করে হাতখরচ। এসসি, এসটি মহিলাদের জন্য ১০০০ টাকা হাতখরচ।’
Be the first to comment