সংখ্যালঘু ভোট ভাগ করতে বিজেপির থেকে টাকা নিয়েছে মোর্চাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

সংখ্যালঘু ভোট ভাগ করতে বিজেপির থেকে টাকা নিয়েছে বাম, কংগ্রেস ও আইএসএফ ৷ পাথরপ্রতিমার সভা থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য়সভায় দিল্লি বিল পাশ হওয়ার ঘটনা নিয়েও কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি ৷ দিল্লি সরকারের ক্ষমতা যেভাবে বিজেপি কেড়ে নিয়েছে, সে রকম ঘটনা হিটলারও ঘটাননি বলে অভিযোগ তৃণমূল নেত্রীর ৷

পাথরপ্রতিমার সভায় মুখ্যমন্ত্রীর নিশানায় মূলত বিজেপি থাকলেও তিনি সংযুক্ত মোর্চাকেও একহাত নিয়েছেন ৷ মমতার অভিযোগ, “সংখ্যালঘুদের ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে ডিল করেছে বাম, কংগ্রেস আর আর একটা দল ৷ সেই দল বিজেপির থেকে প্রচুর টাকা নিয়েছে ৷ তাই ওদের ফাঁদে পা দিয়ে ভোট নষ্ট করবেন না ৷”

বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা বারবার তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তোলেন ৷ তারই জবাব দিয়ে এ দিন মমতা টাকা নয়-ছয়ের পাল্টা অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে ৷

তিনি বলেন, “আমি চোর ? আমি ডাকাত ? আমি খুনি ? আমি মানুষকে ভালোবাসি ৷ তুমি চোরদের জমিদার ৷ ডাকাতদের জমিদার ৷ পিএম কেয়ারের টাকা, রেল, সেল-সহ যা যা বিক্রি করে দিয়েছো, সেই সব টাকা কে পেল ? কেউ পায়নি ৷” বিজেপি আমফানের পর রাজ্যের প্রাপ্য বরাদ্দের টাকা দিয়ে নিজেরাই নাম কিনতে চাইছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷

মমতার অভিযোগ, বিজেপি সংবাদমাধ্যমের উপরও প্রভাব বিস্তার করতে চাইছে ৷ তিনি বলেন, সংবাদমাধ্যমগুলির সঙ্গে বৈঠক করে, তাদের ধমকে-চমকে, টাকা দিয়ে, ভুল খবর প্রচার করতে চাইছে বিজেপি ৷ তাদের সমীক্ষায় যদি তৃণমূল বেশি আসন পাবে বলে দেখা যায়, তাহলে তা কমিয়ে দেখাতে বলা হচ্ছে ৷

দিল্লির বিল নিয়েও কেন্দ্রকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী ৷ মানুষ নিজের ইচ্ছেয় খাবেন, জামাকাপড় পরবেন, এটাই হওয়া উচিত বলে মত তাঁর ৷ ত্রিপুরায় ক্ষমতায় এসে বিজেপি গ্র্যাচুইটি তুলে দিয়েছে ও শিক্ষকদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর বার্তা, “নিরাপত্তার স্বার্থে তৃণমূলকে ভোট দিন ৷ কেউ ভোট লুঠ করতে চাইলে মা-বোনেরা হান্তা খুন্তি নিয়ে তেড়ে আসুন ৷ কষিয়ে থাপ্পড় দিন ৷ আমি ভুল করলে আমাকেও দিন ৷” আগামী দিনে সুন্দরবনে পাঁচ কোটি ম্যানগ্রোভ বসানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*