অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন। ব্রিগেডের সমাবেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই বলেন, ইউনাইটেড ইন্ডিয়া-তে আপনাদের স্বাগত। তারপরই ধীরে ধীরে ঝুলি থেকে বেরিয়ে এলো বেড়াল। বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত করলেন কেন্দ্রীয় সরকারকে। এদিন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, মোদী সরকারের এক্সপেয়ারি ডেট পার হয়ে গেছে। যখনই কোনও বিপদ এসেছে তখনই বাংলার মাটি পথ দেখিয়েছে।

এছাড়াও এদিন মমতা কী বললেন পড়ুনঃ

বাজার আগুন, জাগুন বাংলা জাগুন।

ব্যাঙ্কে ধস, ইকোনমিতে ধস, শুধু বিজেপি বস।

লোকের টাকার ভোট, লুটছে সব নোট

রাফালসহ একাধিক বড় বড় দুর্নীতি আছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

পাশাপাশি এদিন সরাসরি মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, আপনাকে কেন কেউ ছাড়বে ? কাউকে ছাড়েননি আপনারা, লালুজি, অখিলেশ, মায়াবতী কাউকে ছাড়েননি। আপনার সাথে থাকলে সবাই ভালো, আপনার সাথে না থাকলে সবাই খারাপ। কেন্দ্র ভয় দেখাচ্ছে। এদিন মমতা আরও বলেন-

টাকা দিচ্ছি আমরা, ছবি দিচ্ছে বিজেপি।

সবকিছু বদলাতে পারে তাহলে বিজেপির সরকার কেন বদলাবে না?

বলেছিলো ২ কোটি লোকের চাকরি দেব, আসলে ২ কোটি বেকার হয়েছে।

চাকরিই নেই তো রিজার্ভেশন।

এনআরসির নাম করে মানুষ নিধন চলছে।

প্রধানমন্ত্রী কে হবে ভাবার দরকার নেই।

নির্বাচনের পর সবাই মিলে তা ঠিক করব।

লালুজিকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে।

সরকার পড়লে কে কোথায় যাবে তা দেখব। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*