ভবানীপুরের মানুষের কাছে চিরঋণী আমিঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রেকর্ড গড়ে ভবানীপুরে জিতেছেন। তার ফলে মুখ্যমন্ত্রীর থাকার ক্ষেত্রে কোনও বাধা থাকল না। তারপরই ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভবানীপুরের মানুষের কাছে চিরঋণী আমি।’ তিনি বলেন, ‘অনেক চক্রান্ত হয়েছে। সব চক্রান্তকে জব্দ করে দিয়েছে ভবানীপুর।’

এদিন জয় ঘোষণা হতেই কালীঘাটের বাড়ির বাইরে বেরিয়ে আসেন মমতা। তাঁর বাড়ির সামনে তখন কর্মী-সমর্থকদের ভিড়। উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে ধন্যবাদ জানান তিনি। মমতার সঙ্গেই ছিলেন তাঁর পরিবারের অন্য সদস্যরা। ছিলেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা এদিন বলেন, ‘ভবানীপুর জায়গাটা ছোট কিন্তু, এর বৃত্তটা বিশাল বেশি। সারা ভারত আজ ভবানীপুরের দিকে তাকিয়েছিল।এখানাকার মানুষ অনেক উৎসাহ, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি চির ঋণী।’ পাশাপাশি, তিনি জানান ভবানীপুরের চিরকালের ট্রেন্ড ভোট কম পড়া। তা সত্ত্বেও এবারে প্রতিটি ওয়ার্ডে তৃণমূল জয়ী হওয়ার সুখবর দেন মমতা। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। তাই ভিক্ট্রি সাইন দেখাব না। বলব, এক দুই তিন। মানুষকে ধন্যবাদ দিন।’

অন্যদিকে, সকলকে সতর্ক করে এদিন মমতা বলেন, ‘আমরা সবাইকে মিছিল করতে নিষেধ করেছি। বন্যায় যারা বিপর্যস্ত তাদের পাশে থেকে সেবা করার কাজে নিজেদের নিযুক্ত করতে পারলে সবথেকে খুশি হব।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*