আগামী বছর আমরা আরও মুক্ত ভাবে ঘোরাফেরা করতে পারবঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

পঞ্চমীর দিন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার পুজোয় শামিল হওয়ার পাশাপাশি, এদিন তিনি সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সকলের সঙ্গে কথোপকথনের সময় মমতা বলেন, ‘আমি যখন যাদবপুরের সাংসদ ছিলাম, তখন থেকেই নবনীড় জায়গাটি চিনি।

মমতা বলেন, এই জায়গাটির প্রতি আমার একটা টান আছে। মমত্ব আছে। আপনাদের সঙ্গে একবার দেখা হলে খুবই ভালো লাগে। আপনারা যে ছোট পুজোটা করছেন, এই পুজোর মধ্যে দিয়েই দিনগুলো ভালো কাটুক। আগে তো অষ্টমীর দিনে ববি আর বক্সী দা আপনাদের বেড়াতে নিয়ে যেত। কোভিডের জন্য অনেক বিধিনিষেধ মানতে হচ্ছে। তা সত্ত্বেও আমরা আশা করছি কোভিড আর বাড়বে না। যাতে আগামী বছর আরও মুক্তমনে আমরা ঘোরাফেরা করতে পারি।’

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/618292085848554/

তাঁর সংযোজন, ‘সকলকে প্রণাম জানাই। আপনারা সকলে কষ্ট করে আমাকে ভোট দিতে গিয়েছেন, আমি চিরঋণী আপনাদের কাছে। খুবই কৃতজ্ঞ। চিরকাল আপনাদের এই ভালোবাসা যেন পাই। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। কালীপুজোর দিন সব ভালো থাকলে, আবারও ঘুরতে নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে।’

এছাড়াও রবিবার আলিপুর বডিগার্ড লাইন এবং সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*