দিন কয়েক পরই উত্তরপ্রদেশের মেগা নির্বাচন। বিজেপি বিরোধী প্রচারে সুর আরও চড়াতে সেখানে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে তিনি লখনউ যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি বিরোধী কড়া বার্তা দিলেন। বললেন, ”আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক। অখিলেশের আমন্ত্রণে ওদের হয়ে প্রচার করতে আমি যাচ্ছি। জোটে লড়লে ভাল হতো, কিন্তু এখন আর জোট কেটে লাভ নেই। বিজেপি বিরোধী সকলেই অখিলেশের দলকে সমর্থন করুন।”
সোমবার সন্ধে নাগাদ লখনউ পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে অখিলেশ যাদবের সঙ্গে তাঁর যৌথ সাংবাদিক বৈঠক। ভারচুয়াল র্যালিও হবে। মোদির কেন্দ্র বারাণসীও যাওয়ার কথা মমতার। যোগীর রাজ্য়ে বিজেপি বিরোধিতায় মমতা-অখিলেশ যৌথভাবে কী বার্তা দেন, সেদিকে আপাতত নজর সকলের। তবে তার আগে কলকাতা থেকেই বিজেপি বিরোধিতায় সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিমানবন্দর থেকে তিনি বললেন, ”অখিলেশরা বিজেপির বিরুদ্ধে লড়ছেন। আমি ওদের সমর্থনে প্রচার করতে যাচ্ছি। ওদের হাত শক্ত করতে যাচ্ছি।” পাশাপাশি বিজেপি বিরোধী দলগুলির কাছে তাঁর আহ্বান, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টিকে সমর্থন করুন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে লড়াইয়ের বার্তা দেওয়ার পর তাঁকে রাজ্যের নতুন বিমানবন্দরের জমি নিয়ে প্রশ্ন করা হয়। মুখ্যমন্ত্রী সাফ জানান, কারও জমি জোর করে নিয়ে বিমানবন্দর তৈরি করা হবে না। এ বিষয়ে তিনি মালদহ, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরের কথা উল্লেখ করে জানান, এইসব বিমানবন্দর তো তৈরি, কিন্তু পরিষেবা চালু করার ক্ষেত্রে কেন্দ্রীয় অনুমোদন দরকার। রাজ্যে নতুন বিমানবন্দর তৈরির জন্য কোনও কৃষকের জমি জোর করে অধিগ্রহণ করা হবে না।
আসন্ন পুরভোটের প্রার্থী নিয়ে সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়টিও এদিন স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো। তিনি স্পষ্ট জানান, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির চূড়ান্ত সিদ্ধান্তেই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। তা নিয়ে কোনও সংশয়ের অবকাশ নেই।
Be the first to comment