বাংলায় শিল্প আনতে মরিয়া রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই করোনার কাঁটা সরিয়ে দু’বছর পর ২০২২-এ ফের অনুষ্ঠিত হল এই বাণিজ্য সম্মেলন। বুধবার থেকে শুরু হওয়া সম্মেলন শেষ হল আজ। আর এদিন সমাপ্তি ভাষণে এই সম্মেলন সফল বলে দাবি করে বিনিয়োগের প্রস্তাবের খতিয়ান তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘এবারের সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে। এই সম্মেলনে ৪০ লক্ষ চাকরির প্রস্তাব এসেছে। শুধু বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন চলাকালীনই ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে। বাংলার লক্ষ্য শিল্প। আমরা যেন ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যাই যে অন্য রাজ্যগুলি আমাদের ছুঁতেও না পারে।’ এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, এবার ১৩৭টি মউ স্বাক্ষর হয়েছে। রাজ্যে বিনিয়োগ করছে ফ্লিপকার্ট, ইনফোসিসের মতো সংস্থা।
এরই পাশাপাশি রাজ্যেকে আরও শিল্পবান্ধব করার উদ্দেশে বিশেষ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, পশ্চিমবঙ্গে রপ্তানি হাব তৈরি হবে। উত্তর থেকে দক্ষিনে অনেকগুলি রপ্তানি কেন্দ্র তৈরি করতে হবে। যাতে দ্রুত বাংলার উৎপাদন বিদেশে পৌঁছে দেওয়া যায়। এছাড়াও অন্ডাল এবং বাগডোগরায় দুটি আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানিয়েছেন তিনি।
Be the first to comment