কলকাতা বিশ্ববিদ্যালয়ের পর এবার সেন্ট জেভিয়ার্স, ফের সাম্মানিক ডিলিট পেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে মুখ্যমন্ত্রীকে এই সম্মান প্রদান করা হয়। শুধু এই রাজ্যেই নয় ভিন রাজ্য থেকেও সম্মান জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিও বাংলার মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডক্টরেট দিয়েছে। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে ডি’লিট সম্মানে ভূষিত করা হবে। সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত চিঠিও পাঠানো হয়েছে তাঁকে।
সূত্রের খবর, চিঠি পাওয়ার পর সাম্মানিক ডিলিট নিতে সম্মতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ২০১৮ সালে তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট নিয়েছিলেন তিনি। সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে বলা হয়েছে যে উচ্চ শিক্ষায় অবদানের জন্য মুখ্যমন্ত্রীকে এই সম্মান দেওয়া হবে।
Be the first to comment