বাংলায় সিপিএমের কোলে বসে তৃণমূলের সাহায্য আশা নয়: কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি মমতার

Spread the love

“কংগ্রেস যেন বাংলায় সিপিএমের কোলে ঘর করে তৃণমূলের সাহায্য প্রত্যাশা না করে”- শুক্রবার, কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি থেকে কংগ্রেসকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে কোনও ঘোষণা না হলে, সিপিএমকে সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নেমেছে কংগ্রেস। আর এই বিষয় নিয়েই এদিন হাত শিবিরকে তীব্র আক্রমণ করেন মমতা।

বাংলায় সিপিএম-কংগ্রেস ঘোষিত জোট হলেও BJP-র সঙ্গেও তাঁরা গোপন আঁতাঁত করেছে। দীর্ঘদিন এই অভিযোগ তৃণমূল সভানেত্রীর। কাকদ্বীপের সভা থেকেও এক তিরে তাদের বিঁধলেন তিনি। তাঁর কথায়, “সিপিএমের কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। বিজেপির দোসর সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। চারটি দল মিলে তৃণমূলের পিছনে পড়ে আছে।” এর পরেই কংগ্রেসকে তৃণমূল সুপ্রিমোর বার্তা, “কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চায়। বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন না আশা না করে কংগ্রেস।”

২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের প্রথম বৈঠক। তাতে একসঙ্গে উপস্থিত থাকার কথা তৃণমূল সভানেত্রী এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী। তার আগে এদিন খুব তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী। তিনি সাফ জানিয়েছেন, কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে চলার সিদ্ধান্ত নেয়, তাহলে রাজ্যস্তরে কোনও সমঝোতা করবেন না তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*