মাসানুর রহমান,
আজ মুর্শিদাবাদের জোড়া সভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,
আমি বিজেপির ধামাধরা লোক নই, বিজেপি এখন এক নতুন ধর্ম আমদানি করছে।
কোনদিন শুনেছেন হিন্দু ধর্মের লোকেরা কাটাকাটি, ভাগাভগি, রক্ত, আগুনে বিশ্বাস করে? না। আমরা যে হিন্দু ধর্মে বিশ্বাস করি তা বেদ বেদান্ত গ্রন্থসাহেব, বাইবেল, ত্রিপিটক এর কথা বলে। আমি স্বামী বিবেকানন্দ নজরুল, নিবেদিতা, মহাত্মা গান্ধী, নেতাজির আদর্শে বিশ্বাস করি। যারা আগে হাফ প্যান্ট পরে প্যারেড করত তারা আজ ভোটের ইজারাদার হয়ে গেছে, আমি এই আরএসএস কে সমর্থন করিনা।
তিনি বলেন, আজ ভারতবর্ষে কি চলছে? আমরা এমন এক নেতা পেলাম যিনি নেতাজি, আম্বেদকর, গান্ধীজিকে মানেন না, উনি নিজেকে মানেন। যাদের হাতেখড়ি দাঙ্গা দিয়ে তারা আজ দেশ চালাচ্ছে। আমি রবীন্দ্র নজরুলের বাংলার লোক। এই বাংলার মাটি সর্ব ধর্ম সমন্বয়ের ভূমি, এটাই আমাদের পরম্পরা।
নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, মোদী বাবুর হুমকি – এয়ার ইন্ডিয়াতে বিজনেস ক্লাসে ও সবাইকে নিরামিষ খেতে হবে। কেন? কে কি খাবে, কি পরবে, কি করবে তা উনি ঠিক করে দেবেন? এভাবে দেশ চলতে পারে না। নোট বন্দী থেকে শুরু করে ওনার অনেক গুণ, ওনার আমলে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন, মোদীবাবু তাদের দিকে ফিরেও তাকায়নি, শ্রমিকদের মেরে ফেলা হয়েছে। এটা বাংলার নির্বাচন নয়, দেশের নির্বাচন। মোদীবাবুর আমলে মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বন্দী করে জনগণের টাকা কোথায় গেল কেউ জানে না। জনধন যোজনা – জনগণের টাকা নিয়ে নেওয়ার যোজনা, কত যে কেলেঙ্কারি করছে তার শেষ নেই। সারা দেশে আজ হতাশা চলছে। নির্বাচনের নামে সারা ভারত জুড়ে এখন তামাশা চলছে। অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু কে হ্যারাস করছে গতকালও কানিমোঝির বাড়িতে রেড হয়েছে, মায়াবতী, কেজরিওয়াল সবার ওপর অত্যাচার করছে। লালুকে জেলে পাঠিয়ে দিয়েছে। বাংলার মানুষ এখনও ভালো আছে আমরা আছি বলে।অনেক হয়েছে বিজেপির ভাগাভগি আর হিন্দুত্বের খেলা, হিন্দু মুসলিম সকলে জোট বেঁধেছে কারণ কেউ ফ্যাসিস্ট সরকার, হিটলারি সরকার চায় না।
Be the first to comment