মাসানুর রহমান,
জমে উঠেছে লোকসভার নির্বাচনী লড়াই৷ দুদফা ভোটের শেষে জোরকদমের প্রচারে সব রাজনৈতিক দলগুলি৷ এদিকে আজ তিন জায়গায় নির্বাচনী সভা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১টায় পূর্বস্থলী, দুপুর ২ দেওয়ানদিঘি, বেলা ৩টেয় রায়নায় নির্বাচনী সভা করবেন তিনি। প্রতিটি সভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকার ও কংগ্রেস, সিপিএমকে তীব্র ভাষায় আক্রমণ করছেন তৃণমূল সুপ্রিমো।
গতকাল নদীয়া জেলার রানাঘাট ও গয়েশপুরে নির্বাচনী জনসভা করেন মমতা। জনসভা থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছি, আমাদের নির্বাচিত করেছে মানুষ, আমাদের উপেক্ষা করে দিল্লি থেকে লোক পাঠিয়ে ঠিক করছে কি করে বিজেপিকে সাহায্য করা যায়, রোজ অফিসার বদলাচ্ছে, এটা গণতন্ত্রের অপমান, সাংবিধানিক কাঠামো নষ্ট করে দিচ্ছে। বাংলাকে গালাগালি দিচ্ছে, বিহারের সাথে তুলনা করছে, যতই যা করুক বাংলায় ওরা শূন্য পাবে। বিজেপি হল সর্বনাশের দল, সত্যনাশের দল আর শুধু মিথ্যে কথা বলে।
Be the first to comment