মাসানুর রহমান,
আজ বাগদার হেলেঞ্চায় একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, বনগাঁ কেন্দ্রের জন্য মমতা ঠাকুরের নাম বড় মা বীণাপাণি দেবীই সুপারিশ করেন। তিনি আরও বলেন যে মতুয়া সম্প্রদায়ের জন্য তৃণমূল কংগ্রেস অনেক উন্নয়নমূলক কাজ করেছে।
সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, আজ বিজেপি এসে প্রীতি দেখাচ্ছে। কোনদিন ওরা ঠাকুর বাড়িতে আসেনি, আমি বরাবর সেখানে যেতাম। গত ৩০ বছর ধরে আমরা বড় মা-র খেয়াল রেখেছি, ওনার চিকিৎসা করিয়েছি। তখন কোথায় ছিল এরা?
মমতা বলেন, মতুয়া সম্প্রদায়ের জন্য আমরা মতুয়া উন্নয়ন পর্ষদ, নমশূদ্র উন্নয়ন পর্ষদ গঠন করেছি। তিনি আরোও বলেন, নির্বাচন এলে বিজেপির রামের কথা মনে পরে, তখন জয়শ্রী রাম বলে চিৎকার করে, আর ৫ বছরে একটা রাম মন্দির তৈরি করতে পারেনি। বাংলার কিছুই বোঝে না, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার মা বোনেদের সম্মান করে না। এত সাহস এখানে এসে বলে যাচ্ছে বাংলায় দুর্গা পুজো হয় না।
তিনি বলেন, সব জায়গায় হারবে তাই এখন বাংলায় উকিঝুকি মারছে আর এখানে এসে মানুষের মধ্যে ভাগাভগি করছে। হিন্দু ধর্ম অনেক প্রাচীন। আর বিজেপির জন্ম হয়েছে কয়েক বছর আগে। ওরা হিন্দু ধর্মের কি জানে? কিসের হিন্দু ওরা? ওরা হিন্দু ধর্মের অপমান করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন, তৃণমূল কংগ্রেস অসমের মানুষের পাশে রয়েছে। কোন দল যখন যখন সমর্থন করেনি তখনও আমরা অসমের মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও থাকব।
Be the first to comment