মাসানুর রহমান,
বিজেপির জয়শ্রী রাম স্লোগান নিয়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। এই নিয়ে স্যোশাল মিডিয়ায় নিজের মতামত জানিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা বলেন তা হলো, আমরা জনগণকে জানাতে চাই যে, বিজেপির কয়েকজন সমর্থক কিছু মিডিয়াকে নিয়ে অশান্তি ছড়ানোর মতো ঘৃণ্য কাজ করছে তাই বিজেপি প্রচার মাধ্যমে ছড়ানো এই ভূলভাল ভিডিও, খবরের যথাযথ উত্তর দিতে হবে।
রামমোহন রায় থেকে বিদ্যাসাগর সহ অন্যান্য মহান সমাজ সংস্কারকদের নিয়েও যাচ্ছে তাই ব্যাপার করছে। রাজনৈতিক দলগুলোর কোনও বিশেষ স্লোগান ও এবং তাদের দলীয় উদ্দেশ্যে নিয়ে কারোরই কোনও সমস্যা নেই, । প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান আছে। আমার দলের স্লোগান জয় হিন্দ, বন্দে মাতরম। বামেদের ইনকিলাব জিন্দাবাদ! অন্যান্য বিভিন্ন দলের বিভিন্ন স্লোগান আছে।
জয় সিয়া রাম, জয় রাম জি কি, রাম নাম সত্য হ্যায় ইত্যাদি ধর্মীয় ও সামাজিক স্লোগান৷ কিন্তু বিজেপি ধর্মীয় স্লোগান জয় শ্রীরামকে রাজনীতির সাথে মিশিয়ে স্লোগানের অপব্যবহার করছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট-
Be the first to comment