জলসঙ্কট নিয়ে শুক্রবার বিধানসভায় উদ্বেগপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত, রাজ্যের কয়েকটি ব্লক নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি জল সমস্যা সমাধানে বেশ কয়েকটি পরিকল্পনা রূপায়ণের কথাও জানান মমতা। উল্লেখ্য, দেশ জুড়েই পানীয় জলের আকাল। জলের অভাবে শুকিয়ে যাচ্ছে খেত। এবার বিধানসভায় দাঁড়িয়ে জল সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা অধিবেশনে রাজ্যের জল সংকট নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সংকট কাটাতে কোন পথে এগোবে তাঁর সরকার? এদিন তাও বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী।
অধিবেশনে তিনি বলেন, বিশ্ব উষ্ণায়নের জন্যই জলসঙ্কট বাড়ছে। তাই ভূ-পৃষ্ঠের উপরিভাগে জলের নতুন উৎস তৈরি করতে হবে। জলের অপচয় বন্ধ করার পাশাপাশি জোর দেন পুকুর খনন ও নদী সংস্কারের উপর। তিনি বলেন, চাষের কাজে প্রচুর জল ব্যবহার করা হয়। তাই কৃষকদের বিকল্প চাষে উৎসাহ দিতে হবে। এইসব পরিকল্পনা রূপায়ণে ২৭০০ কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
Be the first to comment