মাসানুর রহমান,
সারা দেশের একাধিক শহরে জল সঙ্কট চরমে পৌঁছেছে। এর মধ্যেই জল বাঁচাতে পদযাত্রার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এক অনুষ্ঠানে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই জল সংরক্ষণের গুরুত্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা আজকেই সিদ্ধান্ত নিয়েছি ১২ জুলাই ‘জল বাঁচান, জীবন বাঁচান’ দিবস পালন করব। ওই দিন দুপুর তিনটের সময় আমরা একটা মিছিল করব। আমি নিজেও জোড়াসাঁকো থেকে গান্ধীমূর্তি পর্যন্ত হাঁটব। সবার কাছে আবেদন জানাই, যে যেখানে সুযোগ পাবেন এই দিনটি পালন করুন। জল বাঁচানো মানে প্রকৃতিকে বাঁচানো। আগামী দিনে বিদ্যুৎ নিয়েও একটা করব।”
এই নিয়ে স্যোশাল মিডিয়ায়তেও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও তিনি সকলের কাছে জল প্রয়োজনের বেশি খরচ না করার বার্তা দেন৷ এবং জল সাশ্রয়ের আবেদন জানান।