শনিবার সন্ধ্যায় কলকাতা মেট্রোয় ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পার্কস্ট্রিটে চলন্ত মেট্রোয় আটকে যায় যাত্রী সঞ্জয় কাঞ্জিলালের হাত। আর সেই অবস্থাতেই চলতে থাকে মেট্রো। গার্ড রেলে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যাত্রীর।
ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, যা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। সঞ্জয়বাবুর পরিবারকে রাজ্যের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। প্রয়োজন হলে পরিবারের একজন সদস্যকে চাকরিও দেওয়া হবে রাজ্যের তরফ থেকে, এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবারের দুর্ঘটনার পর আবারও প্রশ্নের মুখে মেট্রোর পরিকাঠামো। ডোর সেন্সর কাজ না করায় খোলা দরজার কথা জানতে পারেননি চালক। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে চালক ও গার্ডকে। গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। কার গাফিলতিতে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেলমন্ত্রক।
Be the first to comment