যেখানে আজ তৃণমূল কর্মীদের উপর আক্রমণ হয়েছে আগামীকাল পাল্টা সভা সেখানে; একুশের সমাবেশে থেকে মমতা

Spread the love

মাসানুর রহমান,

গতকাল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পর আজ কিছু জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর আক্রমণ করা হয়েছে এমনটাই অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস।

জানা গেছে, আজ মিটিংয়ে আসার সময় কিছু জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের উপর আক্রমণ করা হয়। মারধর করা হয় তাদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে ৷ এবিষয়ে সভামঞ্চ থেকেই তৃণমূল নেত্রী বলেন, যেখানে যেখানে আজ আমাদের কর্মীদের উপর আক্রমণ হলো সেখানে সেখানেই গতকাল পাল্টা মিটিং করবে তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশঃ

আমরা বদলা নয়, বদল চাই। ১৮ টি আসন জিতে এতো চিৎকার করছে ওরা। ২০০৯ সালে আমরা ২৬ টি আসন পেয়েছিলাম, কিন্তু আমরা কোন পার্টি অফিস দখল করিনি, আমাদের কাজের জন্য মানুষ আমাদের আমাদের জিতিয়েছে।

কর্নাটক ভাঙতে হবে হর্স ট্রেডিং করে ৷ রাজস্থান ভাঙতে হবে ৷ মধ্যপ্রদেশ  ভাঙতে হবে ৷  সব ভাঙতে ভাঙতে নিজের কোমরটাও ভেঙে যাবে ৷ উঠতে পারবে না ৷

পশ্চিমবঙ্গে বিধানসভা ভালো চলছে এটা বিরোধীদের কৃতিত্ব, তোমাদের কৃতিত্ব নয়। রাজীব গান্ধী ৪০০ আসন পেয়ে ক্ষমতায় এসেছিলেন ৷ তিনি ভালো করে সংসদ চালাতে পারেননি ৷

মমতা বলেন, বিজেপির সঙ্গে যোগাযোগ না করলে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে, তাপস পাল হতে হবে ৷ আমার কাছে লিখিত নথি রয়েছে, তাকে বলা হয়েছে একজন প্রভাবিত রাজনীতিবিদের নাম বলুন ৷

তৃণমূল কংগ্রেস গরিবের দল ৷ তাই তাকে টিকটিকিতেও মারে ৷ আর বড়লোকের দলকে প্লেনেও ধাক্কা মারে না ৷

কতগুলি চিংড়ি, ল্যাটা মাছ বলছে কাটমানি ফিরিয়ে দাও ৷ আমিও বলছি, ব্ল্যাকমানি ফিরিয়ে দাও ৷ পাঁচতারা পার্টি অফিস ৷ ব্ল্যাকমানি ফিরিয়ে দাও, কাটমানি ফিরিয়ে দাও ৷

প্রতিটি অঞ্চলে, বুথ অফিসে মিটিং-মিছিল করবেন ৷ পুরুলিয়ায় জমি বিক্রি করে টাকা দিয়েছে বিজেপি ৷ আমি সব পার্টিকে বলছি, দুর্নীতি নয় ৷

চোরেদের সর্দার, ডাকাতদের সর্দার বলছে না কি কাটমানি ফিরিয়ে দাও ৷ আগে ১৫ লাখ টাকা ব্ল্যাকমানি ফিরিয়ে দাও ৷ ভোটের সময় কত টাকা নিয়েছ? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।

মমতা বলেন, আমরা ২৯ জুলাই বড় প্রোগাম চালু করব ৷ জনসংযোগ কর্মসূচিকে একেবারে বুথস্তর পর্যন্ত নিয়ে যাব ৷ তৃণমূল কংগ্রেস উন্নত চরিত্র গঠন করুক ৷

হিন্দু-মুসলমান বিভাজন করছে বিজেপি। উত্তরপ্রদেশে ১০ জনকে খুন করেছেন। উত্তরপ্রদেশ,অসমে আমাদের প্রতিনিধিদলকে ঢুকতে দেয়নি ৷ ত্রিপুরায় ৮৫ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে ৷ তখন সংবাদমাধ্যম একটুখানি খবর প্রকাশ করেছে ৷ আর আমাদের পঞ্চায়েতে একটু হতেই কত বললো সংবাদমাধ্যম ৷

তৃণমূল করলে এক পাতা, অন্য দল করলে নেই কোনও পাতা ৷

১২৩ শতাংশ ডিএ দিয়েছি।

মমতা বলেন, যারা কেন্দ্রীয় সরকারের সমান মাইনে চান, তারা কেন্দ্রীয় সরকারে চলে যান।

মমতা বলেন, কেশপুরে কে ঝামেলা করছে, সিপিআইএম হার্মাদরা। সবকটা এখন বিজেপি। বিজেপি সেজে সেখানে শেলটার নিয়েছে। বিজেপির কোনও ক্ষমতা নেই। কখনও কংগ্রেসের দিকে উঁকি মারে। আবার কখনও সিপিআইএমের দিকে উঁকি মারে। 

আমি জানি, তৃণমূলের প্রতি অনেকের ক্ষোভ রয়েছে । কেন জানেন এটা প্রান্তিক চাষি, শ্রমিক, গ্রাম থেকে আসা কালো কালো চেহারার মানুষের দল ।

আমাদের নেতাদের গাড়ি থেকে টেনে নামাবেন ৷ বিজেপি নেতাদের বলছি তৈরি থাকুন, আগামীদিনে মিটিং-মিছিল করবেন না ৷ এর জবাব তৃণমূল দিলে পারবেন তো ! মানুষ দিলে পারবেন না ৷ এই তো উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধি গেলেন ৷ তাঁকে ঢুকতে দেননি ৷

ইভিএম প্রতারণা করে, চিটিং করে, কোটি কোটি টাকা খরচ করে ভোট করে ৷ কটা আসন জিতে এত কথা বলছে ৷ এখনও মেজরিটি তো আমাদের ৷ আমাদের পার্টি অফিস দখল করার চেষ্টা করছে ৷ আজও গুড়াপে বাস থেকে টেনে নামিয়েছে ৷ 

মমতা বলেন, ঘুঁটে পোড়ে, গোবর হাসে ৷ মেঘ দেখে কেউ ভয় পাস না, আড়ালে তার সূর্য হাসে ৷ আজ দেখুন সূর্য তেজ দিচ্ছে কারণ সূর্ষ বলছে, আমি তোমাদের তেজ দিচ্ছি ৷ উঠে দাঁড়াও, লড়াই করো ৷

কেউ সভাস্থান ছেড়ে যাবেন না ৷ 1টা 45 মিনিটের মধ্যে ছেড়ে দেব ৷ অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে ৷ তৃণমূল কর্মীদের আটকানো হচ্ছে ৷

২১ জুলাইয়ের শহিদ পরিবার, সিঙ্গুরের শহিদ পরিবার, নেতাইয়ের শহিদ পরিবার সবাই এসেছেন ৷ আমি আসতে আসতে দেখলাম, ২-৩ লাখ লোক রেড রোড দাঁড়িয়ে রয়েছে ৷ তারা আসতে পারছে না ৷ মনে হচ্ছে যেন আর একটা ব্রিগেড হচ্ছে ৷

শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

দেখুন লাইভ!

https://www.facebook.com/AITCofficial/videos/892770321074926/

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*