মাসানুর রহমান,
গতকাল পরিবেশ বাঁচাও স্লোগান নিয়ে পথ হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নজরুল মঞ্চে সবুজের অভিযান নামক এই অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবেশ রক্ষার বিষয়ে বক্তব্য রেখে তিনি বলেন, পরিবেশ রক্ষার জন্য পরিবেশ দপ্তর থেকে ৬টা ইউনিট তৈরী করা হয়েছে। সাপের কামড় থেকে বাঁচার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশাবলী দিয়ে একটি অ্যাপ তৈরী করা হয়েছে। সরকার কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করে রাস্তায় যারা বসবাস করেন, তাঁদের ইলেক্ট্রিক ওভেন দেওয়ার চেষ্টা চলছে আগামী এক বছরের মধ্যে। আশা করব হকার ভাই/বোনরাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন।
সবাই একটি করে গাছ লাগালেও বাংলায় দশ কোটি গাছ লাগানো হয়ে যাবে। চেন্নাইতে কদিন আগে পানীয় জলের সমস্যা হয়েছিল। অনেক জায়গায় টাকা দিয়ে জল কিনতে হয়। বাংলায় কিনতে হয়না। কিন্তু, নজর রাখতে হবে জল যেন অপচয় না হয়। প্রতি বছর ১২ই জুলাই আমরা ‘জল বাঁচান, প্রাণ বাঁচান’, ‘জল ধরো, জল ভরো’ পালন করব। এই অভিযান ব্লকস্তর পর্যন্ত পালিত হবে। পরিষ্কার জল সংরক্ষণ করুন।
Be the first to comment