শৈশবেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের: ‘ফ্রেমবন্দি স্মৃতি’ উপহার দিয়ে জানালেন মমতা

Spread the love

‘তৃণমূলে নবজোয়ার’-এর শেষ দিনে কাকদ্বীপে একমঞ্চে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নবজোয়ার যাত্রার জন্য অভিকে অভিনন্দন জানিয়ে ফ্রেমবন্দি এক টুকরো স্মৃতি উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার, মঞ্চে মমতা জানান, হঠাৎ করে রাজনীতিতে আসেননি অভিষেক। পরিবারতন্ত্রের যে অভিযোগ বিরোধীরা তোলে তা একেবারেই ভিত্তিহীন। দু বছর বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি অভিষেকের। ১৯৯০ সালে সিপিএমের আক্রমণে মাথা ফেটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সব কথা শুনেছিলেন দুবছরের ছোট্ট অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখের সামনে ওইভাবে দেখে ছোট্ট অভিষেক স্লোগান দিতে শুরু করেন, “দিদির মাথা ভাঙলে কেন সিপিএম জবাব দাও!”

সেই সময়কার ছবি বড় ফ্রেমে বাঁধিয়ে অভিষেককে উপহার দিলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন ডায়মন্ড হারবারে আসার আগেই তিনি ভেবেছিলেন অভিষেকের জন্য কিছু উপহার আনবেন। এই ছবি তাঁকে আগামী দিনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে- আশা মমতার। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী। ছবি উপহার পেয়ে নেত্রীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন অভিষেক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*