অমিতাভকে ভারতরত্ন দেওয়া হোক: Kiff-র উদ্বোধনী অনুষ্ঠান থেকে দাবি মমতার

Spread the love

২৮ তম Kiff-র উদ্বোধন। মঞ্চে বসে বাংলার রাজ্যপাল থেকে শুরু করে অমিতাভ-জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং, প্রসেজিৎ, দেব থেকে শুরু করে নক্ষত্র সমাবেশ। আর সেখানেই বলতে উঠে বাংলার জামাইয়ের হয়ে দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তখন তুমুল হাততালি। মমতা বলেন, “এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলছি। লিভিং লেজেন্ড অমিতাভ বচ্চন৷ তিনি ভারতের আইকন৷ অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তাঁকে ভারতরত্ন দেওয়া হোক।“

ভারতীয় সিনেমার ইতিহাস সম্পর্কে দীর্ঘ বক্তৃতা দেন বিগ বি। তারপরই মঞ্চে ভাষণ দিতে ওঠেন মুখ্যমন্ত্রী। প্রথমেই তিনি অতিথিদের ধন্যবাদ জানিয়ে অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি তোলেন। ’‘যদিও অফিশিয়ালি নয়। তবু এই আওয়াজ আমরা বাংলা থেকে তুলব। ভারতরত্ন অমিতাভ বচ্চনজি।’’ বলেন, ’‘অমিতাভজি দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমায় কাজ করছেন। তিনি মানুষ হিসেবেও খুব বড়। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।’’

এই মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এক অনন্য মঞ্চ। এটা বাংলার সঙ্গে বলিউড থেকে হলিউডকে সংযোগ করে। সবাইকে এই মঞ্চে এসে উদ্বোধনের জন্য অনেক ধন্যবাদ জানান মমতা। বলেন, ’’ভরসা রাখি বাংলা একদিন হলিউড দখল করবে, বলিউড দখল করবে।’’ অমিতাভ থেকে শাহরুখ, জয়া থেকে রানি, শানু থেকে অরিজৎ- সবাইকে বারবার বাংলায় আসার অহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*