ফের রাজ্যে ৬০০ কোটির বিনিয়োগ করছে টাটা গোষ্ঠী। সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাজ্য সরকারের এই অনুষ্ঠানমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জলপাইগুড়িতে ইউনিট করছে টাটা গোষ্ঠী। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে তারা। এর জেরে বিপুল কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে প্রচুর মহিলার কর্মসংস্থান নিয়েও আশাবাদী মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে আমরা খুশি টাটারা জলপাইগুড়ির রানিনগরে ইউনিট করছে। ৬০০ কোটি টাকা তারা আবার বিনিয়োগ করছে। তাদের একটা বিশেষত্ব হল ওখানে ৬৬ শতাংশ মহিলা চাকরি করেন। আর বাংলায়ও যদি দেখেন, আমি যদি গত এক বছরের পরিসংখ্যান দিই, তাহলে শুধু মেয়েরাই প্রায় ৪৫ হাজার চাকরি পেয়েছে সরাসরি বিভিন্ন জায়গায়। অর্থাৎ আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। স্কিল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টগুলো এক করে আমি একটা উৎকর্ষ বাংলা তৈরি করেছিলাম। আজ আমি খুশি যে নামের সঙ্গে কাজের পরিচয় মিলিয়ে উৎকর্ষ বাংলা তার উৎকর্ষতার মান দেখিয়েছে।”
২০০৬-এর শেষ। সেই সময় বাংলার মসনদে বামেরা। বিরোধীদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির সিঙ্গুরে ন্যানো গাড়ির কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জমি নিয়েও সরকারের সঙ্গে কথাবার্তা পাকা। কিন্তু বিরোধীরা অভিযোগ তুলেছিল, সিঙ্গুরের এই জমি কৃষকদের। জোর করে তা অধিগ্রহণ করা হচ্ছে। এরপর বাকিটা ইতিহাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিনের অনশন বাংলার রাজনীতির পট ঘুরিয়ে দিয়েছিল। অন্যদিকে টাটা সে সময় গুজরাটের ‘অটো মোবাইল হাব’ সানন্দে চলে যায়। তবে ন্যানো চলে গেলেও টিসিএস বা টাটা মেটালিক্স কাজ করছে হইহই করেই। এবার জলপাইগুড়িতেও টাটার ইউনিট হচ্ছে।
Be the first to comment