কতদিন পর্যন্ত বন্ধ থাকবে স্কুল ও কলেজ, বৃহস্পতিবার সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের পরবর্তী পরিকল্পনার বিষয়ে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সেপ্টেম্বরে কবে কবে সম্পূর্ণ লকডাউন থাকবে, তা ঘোষণা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পরিস্থিতি বিচার করে ৫ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সিদ্ধান্ত বদল করতে হয়েছে।
করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকেই তালা ঝুলছে রাজ্যের স্কুল, কলেজ-সহ অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। করোনার সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রতিদিন দেশের অন্য একাধিক রাজ্যের পাশাপাশি সংক্রমিতের সংখ্যা বাড়ছে বাংলাতেও।
Be the first to comment