কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিনক্ষণ থেকে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের একাধিক সতর্কতার কথা জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেক্স: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের। সোমবার নবান্নে শিল্প সমন্বয় কমিটির বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন।
কালীঘাটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রিটিশ আমলের পাইপলাইন ও নিকাশি ব্যবস্থা অক্ষত রেখে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা ছিল এক বড় চ্যালেঞ্জ। অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আর এবার স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধনের পালা। এদিন নবান্ন থেকেই এই স্কাইওয়াক উদ্বোধনের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে এদিন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়েও সতর্কতা জারি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করা হবে। তবে বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা ব্যক্তিগত গাড়িতে আসতে চান, তাঁদের ২৮ এপ্রিলের মধ্যেই পৌঁছে যাওয়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দু’দিন আগে থেকেই মন্দির সংলগ্ন তিন থেকে চার কিলোমিটার এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘২৮ তারিখের পরে গাড়ি নিয়ে যেতে চাইলে দিঘা গেট থেকে হেঁটে যেতে হবে।’’ উত্তরপ্রদেশের কুম্ভ মেলার নানা দুর্ঘটনার কথা মাথায় রেখেই এই সাবধানতা অবলম্বন করছে প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “জগন্নাথ মন্দির নিয়ে কোনও হাইপ করতে চান না তিনি।” তিনি নিজে ২৮ এপ্রিলের আগে পৌঁছে যাবেন দীঘায়। যাঁরা আসতে চান তাঁদের আগে ভাগেই দীঘায় আসার জন্য অনুরোধ করেছেন তিনি।
এছাড়াও, দোল ও হোলি উৎসব উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১২ মার্চ ধনধান্য অডিটোরিয়ামে বিকেল পাঁচটায় আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। বাংলার সংস্কৃতি যেমন গুরুত্ব পাবে, তেমনই অন্যান্য ভাষাভাষী সম্প্রদায়ের মানুষও দোল উৎসবে অংশ নেবেন একসঙ্গে। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*