ফাইল ছবি,
বউবাজার নিয়ে খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বুধবার মানুষকে পরিত্রাণ দেওয়ার পরামর্শ দিলেন পুলিশ আধিকারিকে। পরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মাটি পরীক্ষার আগে কোনও বাড়ি ভাঙা হবে না।
উল্লেখ্য, মেট্রো টানেলের কাজের জেরে শনিবার বউবাজারের দুর্গাপিতুরি লেন ও স্যাঁকরা পাড়া লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা যায়। ভেঙে পড়ে কয়েকটি বাড়ি ৷ বাড়ি ছাড়া প্রায় ৩৫০ পরিবার ৷ বাড়িগুলির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্যাঁকরাদের একাধিক দোকানও ৷
এদিকে বুধবার বিধানসভায় এসেই বউবাজারের বর্তমান পরিস্থিতি এক পুলিশ আধিকারিকের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, DC সেন্ট্রাল মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন প্রায় ২০টি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিষয়টি শুনে মুখ্যমন্ত্রী বলেন, আগে বাড়ির জিনিসপত্র বাইরে বের করতে হবে। তারপর সেখানকার মানুষজনকে সরিয়ে আনতে হবে।
এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, এখনই কোনও বাড়ি ভাঙা হবে না। মাটি বসে যাচ্ছে। মাটি স্টেবল হয়েছে কিনা আগে বিশেষজ্ঞ এসে পরীক্ষা করবেন। তার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷
Be the first to comment