বিজেপি আচ্ছে দিনের কথা বললে খারাপ দিন আসে, বিধানসভায় তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

বিরোধীহীন বিধানসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করলেন তিনি। পাশাপাশি জানালেন, গত ছ’মাসে তাঁর সরকার ঠিক কী কী কাজ করেছে বাংলার মানুষের জন্য। পশ্চিমবঙ্গ বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে ৷ সেই অধিবেশনেই মঙ্গলবার ভাষণ দেন মুখ্যমন্ত্রী ৷ সেই সময়ই তিনি রাজ্য বিজেপি ও কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন ৷ এদিন নবনির্বাচিত চার তৃণমূল বিধায়ক শপথ নেন ৷

মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার যা প্রতিশ্রুতি দেয়, তাই পালন করে ৷ তিনি তাঁর সরকারের প্রতিশ্রুতি পূরণের খতিয়ানও তুলে ধরেন ৷ তাঁর সঙ্গেই কটাক্ষ করেন মোদী সরকারকে ৷ তাঁর কথায়, ‘‘অন্যরা বলে আচ্ছে দিন আয়েগা ৷ কিন্তু বুড়া (খারাপ) দিন আসে ৷ আমরা যা বলি সেটা করি ৷’’

আরও একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ তার মধ্যে অন্যতম ভ্যাকসিন ইস্যু ৷ মমতার দাবি, করোনার ভ্যাকসিনের ডোজ উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্র যে পরিমাণে পেয়েছে, বাংলা সেই পরিমাণে পায়নি ৷ কিন্তু বাংলা ভ্যাকসিন দেওয়ায় এক নম্বরে ৷ পশ্চিমবঙ্গে ৮ কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে তাঁর দাবি ৷

পেট্রোপণ্যের দাম কমানো নিয়েও তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশে ভোট আছে বলেই দাম কমানো হয়েছে ৷ একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে মোদি সরকারকে বিঁধেছেন তিনি ৷ এই প্রকল্পের সঙ্গে মিলিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দির ঘোষণাকেও ৷ মমতার কথায়, ‘‘আমাদের প্রতিটি বাড়িতে লক্ষ্মীর ঝাঁপি থাকত ৷ সেখানে টাকা থাকত ৷ কিন্তু সেই লক্ষ্মীর ঝাঁপি কেড়ে নেওয়া হয়েছিল নোটবন্দি করে ৷ তা আবার ফিরিয়ে দেওয়া হল ৷’’

এদিন বিধানসভায় শপথ নেন উপনির্বাচনে জিতে আসা চারজন বিধায়ক ৷ তাঁদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে উল্লেখ করেন যে, এবার পুজোয় রাজ্যের কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি ৷ ছটপুজোতেও কোথাও কোনও অশান্তি হবে না বলে মমতা আশ্বাস দেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*