বাংলায় সরকার ভাঙার চেষ্টা করলে তার ফল ভাল হবে না, একুশের মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, মহারাষ্ট্রে সরকার ভেঙেছে বিজেপি। গণতান্ত্রিক ভাবে গঠিত একটি সরকার ভেঙেছে তারা। এ ভাবে গণতন্ত্রকে বার বার ভুলুন্ঠিত করার চেষ্টা চোখে পড়ছে। এর পরই মমতার চ্যালেঞ্জ, বাংলায় এই চেষ্টা করলে ফল ভাল হবে না। এখানে যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সে কিন্তু দারুণ। আগে তাকে দেখো!
বৃহস্পতিবার একুশের সভা থেকে প্রথম থেকেই বিজেপিকে নিশানা করেন তৃণমূল নেত্রী। দেশে বেকারত্ব বৃদ্ধি, তেল-গ্যাসের লাগাতার দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মমতার কথায়, এ দিকে কোনও নজর নেই কেন্দ্রের। উল্টে, সিবিআই-ইডির মতো তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে নিজেদের কাজ হাসিল করার চেষ্টা করছে।
একুশের মঞ্চ থেকে এ দিন মমতা কেন্দ্রকে আক্রমণ করে বলেন, কেন এমন পরিস্থিতি তৈরি হল। একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এ-প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী বলেন, বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব- একুশের সভা থেকে হুঙ্কার মমতার।
Be the first to comment