অকারণে যেন কেউ তাঁর বা তাঁর সরকারের গায়ে কালি না ছেটায়৷ বঙ্গ সম্মান অনুষ্ঠানের মঞ্চ থেকে এভাবেই বিজেপি-কেন্দ্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার কথায়, কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যে কোনও শাস্তি হোক কিন্তু কোনও কিছু প্রমাণের আগে যেন বদনাম বা কালি ছেটানো না হয়৷ কারওর সঙ্গে টাকা-ছবি প্রকাশ হওয়া মানেই তিনি দোষী একথা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে বেশ কিছু রাজনৈতিক দল৷ এই অন্যায় ঘৃণ্য রাজনীতি বাংলায় চলতে দেব না৷
এদিনের অনুষ্ঠান থেকে মমতা বলেন, ‘কোনওদিন অন্যায় করিনি৷ মানুষের স্বার্থে মানুষের হয়ে রাজনীতি করি৷ তৃণমূল কংগ্রেস কোনওভাবেই অন্যায়কে প্রশয় দেয় না৷ চোর-ডাকাতদের তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় না৷’ এরপরই বিজেপি-মোদি-কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে মমতার বক্তব্য, পিএম কেয়ারর্স ফান্ড নিয়ে একাধিক দুর্নীতি সামনে এসেছে৷ ললিত মোদি, মেহুল চোকসির মতন ব্যবসায়ীরা সাধারণ মানুষের কোটি কোটি টাকা চুরি করে পালিয়ে গিয়েছে৷ কেন্দ্র এঁদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি৷’
বিজেপির পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সিপিএমকে নিশানা করেন মমতা৷ তাঁর কথায়, সিঙ্গুর-নন্দীগ্রামে কী ঘটেছিল মানুষ জানেন৷ আমরা চাই সঠিক তদন্ত হোক৷ তৃণমূল কংগ্রেস-রাজ্য সরকার দুর্নীতিকে প্রশয় দেয় না৷ যেভাবে একজন মহিলার ছবিকে সামনে এনে গোটা মহিলা সমাজকে বদনাম করার চেষ্টা করছে বিশেষ কিছু রাজনৈতিক দল তা নিন্দনীয়, ঘৃণ্য৷ একাজ সমর্থনযোগ্য নয়৷ আমি এই কাজ হতে দেব না৷ মমতার প্রশ্ন, টাকা ও আমার ছবি দিয়ে পোস্টার করে কলকাতায় ছড়ানো হচ্ছে৷ এটা কোন ধরনের রাজনীতি? আমি অন্যায় করিনি৷ কিন্তু আমাকে বদনাম করার ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে৷ নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে বিরোধীদের প্রশ্নের জবাবে এদিন মমতা বলেন, ‘প্রতিটি নিয়োগের ক্ষেত্রে বাম আমলে দুর্নীতি হয়েছে৷ আমরা দুর্নীতিমুক্ত সরকার গড়ে নিয়োগে স্বচ্ছতা এনেছি৷ আমি আমার মন্ত্রী, সাংসদ, বিধায়কদের রেয়াত পর্যন্ত করি না৷ নিয়োগের ক্ষেত্রে দু-একটি অভিযোগগে সামনে এনে এই সরকারকে বদনাম করার চেষ্টা চলছে৷’
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এক অনুষ্ঠানে মমতার হাজির হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷ সেখানে অর্পিতা মুখোপাধ্যায়কেও দেখা গিয়েছিল৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘কে পার্থর বন্ধু আমি আগে থেকে জানব কী করে? সবার বন্ধুকে চিনে রাখা আমার দ্বারা সম্ভব নয়৷ কোনও অনুষ্ঠানে গিয়ে কারও সম্পর্কে জানার পর তাঁর বিষয় যাচাই করার সুযোগ থাকে না৷ আমাকে সামনে রেখে আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করছে বিজেপি-সিপিএমের মতো রাজনৈতিক দল গুলি৷ একজন মহিলার কথা বলা হচ্ছে৷ তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই৷ দুর্ভাগ্যের বিষয় ওই মহিলাকে সামনে রেখে গোটা মহিলা সমাজকে কলঙ্কিত করা হচ্ছে৷’
এরপরই কেন্দ্রীয় সরকারকে আরও স্পষ্ট করে বিজেপিকে নিশানা করে মমতার হুঁশিয়ারি, আপনাদের কাছে আত্মসমর্পণ করেছে৷ বাংলা করবে না৷ বাংলার সরকারকে ভেঙে দেওয়ার-ফেলে দেওয়ার চক্রান্ত আমি সফল হতে দেব না৷ মনে রাখবেন, বাংলায় আসার আগে সুন্দরবন টপকে আসতে হয়৷ সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে৷ আহত সিংহ ভয়ঙ্কর৷ আমাকে আহত করবেন না৷ আমি ভয়ঙ্কর হয়ে উঠব৷ অন্যায় কোনওদিন করিনিও প্রশয়ও দিইনি৷ কারও দোষ প্রমাণিত হয়ে সর্বোচ্চ শাস্তি হলেও বাধা দেব না৷ কিন্তু যেন কোনওভাবেই অপবাদ-বদনাম করার চেষ্টা না হয়৷
Be the first to comment