২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসছে না শিল্পপতিদের অভয় মুখ্যমন্ত্রীর

Spread the love

শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির হিন্দমোটরে টিটাগর ওয়াগনসের ২৫ বছর পূর্তি উপলক্ষে এক সভায় তিনি বলেন, আমি জানি আপনাদেরও অনেককে ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না। আত্মবিশ্বাস রাখুন। আমি নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ২০২৪-এ বিজেপি কিছুতেই ক্ষমতায় আসবে না। কে কত আসন পাবে, কোথা থেকে পাবে, সে সব কিছু বলছি না। তবে, এটুকু লিখে রাখুন বিজেপি আসছে না, আসছে না, আসছে না।

এদিন শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ উল্লেখ না করে তিনি ইডি সিবিআইকে এক হাত নেন। মুখ্যমন্ত্রী বলেন, বড় প্রতিষ্ঠান চালাতে গেলে একটু আধটু ভুল হতেই পারে। ভুল প্রমাণিত হলে অ্যাকশন হবে। শাস্তি হবে। কিন্তু তাই বলে ভোর রাতে হানা কেন? এভাবে অন্যদলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাঁর প্রশ্ন, ২১ জুলাইয়ে এত বড় সভার পরই ২২ জুলাই কেন অভিযান?

ইডি-সিবিআই সম্পর্কে মমতা বলেন, যেখানে সেখানে যখন তখন ঘুরে বেড়াচ্ছে। ববি (ফিরহাদ হাকিম) আমাকে বলল, সকাল থেকে আমার বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কোনটা আমার বাড়ি, জানতে চাইছে। আমার বাড়ি তো সবাই চেনে। আসুক না। বুঝুন অবস্থা।

সভায় মুখ্যমন্ত্রীর আরও দাবি, সারা দেশে বেকারত্ব যখন বাড়ছে, তখন বাংলায় তা কমছে। তিনি বলেন, বর্ধমান থেকে কলকাতায় আসার পথে দেখলাম, হুগলির দু’ধার একেবারে শিল্পে ভরে গিয়েছে। রাজ্যে এখন শিল্পের অনুকূল পরিবেশ। প্রচুর বিনিয়োগ আসছে শিল্প আসছে। শিল্পপতিদের প্রতি তাঁর আহ্বান। ভয় পাবেন না। আত্মবিশ্বাস নিয়ে এখানে বিনিয়োগ করুন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*