বিজেপি কুইট ইন্ডিয়া: ‘ভারতছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তিতে কেন্দ্রের সরকারকে উৎখাতের ডাক মমতার

Spread the love

৮১ তম ভারতছাড়ো আন্দোলনের দিনই বিজেপিরকে দিল্লি ছাড়ার করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কুইট ইন্ডিয়া একটি আন্দোলন। আর বিজেপিকে দিল্লি ছাড়া করবে ইন্ডিয়া জোট। সহ্যের সীমা ছাড়িয়েছে বলে কটাক্ষ করে মমতা বলেন, ’’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’’

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওবিজেপি দলগুলি জাতীয় স্তরে জোটবদ্ধ হয়েছে। সেই জোটের নাম হয়েছে I.N.D.I.A.। তাদের ঐক্য দেখে পায়ের তলার মাটি কেঁপে গিয়েছে বিজেপির। কথায় কথায় ইন্ডিয়া জোটকে কটাক্ষ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন আগে ইন্ডিয়াকে ‘কুইট ইন্ডিয়া’ বলে নিশানা করেন মোদি। এদিন মঞ্চ থেকে তারই পাল্টা জবাব দেন মমতা। তাঁর কথায় “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনও কিছুই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নয়। শুধুই ভোট গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদিকে অযোগ্য বলে আক্রমণ করে মমতা বলেন, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না, শোষণ সহ্য করে না।” মমতা সাফ জানান, বিজেপিকে উৎখাত করাই তাঁদের লক্ষ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*