প্রথমে পার্থ চট্টোপাধ্যায়। তার পর অনুব্রত মণ্ডল। দুর্নীতির অভিযোগ ক্রমেই বড় আকার নিচ্ছে। সুযোগ বুঝে বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে নিশানা করছে। কিন্তু, প্রথম থেকেই নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছে তৃণমূল। রবিবার বেহালায় এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার স্পষ্ট করলেন দল কোনও ভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যদি কারও কোনও দোষ প্রমাণিত হয়, তাহলে আইন আইনের পথে চলবে। এ বিষয়ে তৃণমূল কোনও হস্তক্ষেপ করবে না।
এ দিন মমতা বলেন, দোষ প্রমাণিত হওয়ার আগেই সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট নেতা-মন্ত্রীকে দোষী বানিয়ে দিচ্ছে। তৃণমূল নেত্রীর প্রশ্ন, কিছু দিন আগেই ঝাড়খণ্ডের বিধায়কদের কাছ থেকে টাকা আটক করেছি। সেই খবর কোথাও দেখানো হচ্ছে না। আসলে, কেন্দ্রীয় সরকার সংবাদ মাধ্যমের উপর চাপ তৈরি করছে।
এ দিনের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না। দেয়নি। দেবেও না। কিন্তু, কেন নিরপেক্ষ ভাবে তদন্ত হবে না। সেই প্রশ্ন তুলে মমতার হুঙ্কার, দেশটা বেচে দিচ্ছে বিজেপি। ব্যাঙ্ক বেচে দিচ্ছে। সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে। সে দিকে কোন নজর নেই।
Be the first to comment