ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে “ডাকাত-গদ্দার” বলে তোপ দাগলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মালদহের প্রশাসনিক সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুললেন দুর্নীতির। পাশাপাশি তাঁর সাফ কথা, কেউ অন্যায় করলে আইন আইনের পথে চলবে,দল তার দায়িত্ব নেবে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমার যদি চোর হই, তোরা তাহলে ডাকাত। কয়েকটা ডাকাত, গদ্দার আমার দল থেকে বিদায় নিয়েছে। সেই গদ্দারগুলি এই কাজ করেছে। দল থেকে ওরা বেরিয়ে গিয়ে ভাল হয়েছে। পুরুলিয়া জেলার কোটা কেটে দিয়েছিল। এই জেলার কোনও ছেলে মেয়ের চাকরি হত না। আমি দু’হাত জোড় করে আদালতকে বলব এই বিষয়গুলি সম্পর্কে একবার খোঁজ নিতে। পুরুলিয়ার কোটা নিজের পকেটে ভরেছিল। কীসের বিনিময়ে সেটা আর বলছি না। আমি তখন প্রশ্ন করেছিলাম, কেন ওদের বঞ্চিত করা হবে। আমি নতুন করে ব্যবস্থা গ্রহণ করেছিলাম।”
তাঁর সরকার কোন কোনও বিষয়ে দৃষ্টান্তমূলক কাজ করছে এদিন তা বিস্তারিত ভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটে সমর্থন করার জন্য মালদা-মুর্শিদাবাদের মানুষকে ধন্যবাদও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
আজ, মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী তিনটি জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মালদহের গাজোলে। সেখান থেকেই একাধিক ইস্যুতে কেন্দ্রকে একহাত নেন। কেন্দ্রীয় পরিদর্শন দলকেও অশ্বডিম্ব বলে তোপ দাগেন।
Be the first to comment