আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতার আসরে নামা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থণে এবার বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করলো তৃণমূল।বুধবার সকালে দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা সপারিষদ মিছিল করে এদিন দেওয়াল লেখার কাজ শুরু করেন। এদিন তারা শহরের ৫ নম্বর ওয়ার্ডের সিনেমা রোড এলাকায় ঘাস ফুল প্রতীক সহ ‘জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে’র সমর্থণে দেওয়াল লেখার কাজ শুরু করেন।
প্রসঙ্গত, গত সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সভায় ঐ কেন্দ্রে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তার পরই এদিন বাঁকুড়া জেলা তৃণমূলের এই দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী হবেন, তাহলে বাঁকুড়ায় কেন তাঁর সমর্থনে দেওয়াল লিখন! এনিয়েই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।
নিজেদের দেওয়াল লিখনের সমর্থণে বলতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা বলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রার্থী। এই ধরণের দেওয়াল লিখন বাঁকুড়া বা নন্দীগ্রাম নয়, সারা বাংলা জুড়েই হবে। আন্দোলনের মূল ঘাঁটি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, এই খবরে সারা বাংলার মানুষ খুশি বলে তিনি দাবি করেন।
নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা বাঁকুড়ায় দেওয়াল লিখন কেন? প্রশ্ন তুলে বিজেপির রাঢ় বঙ্গ জোন কমিটির অবজার্ভার পার্থ কুণ্ডু বলেন, ওনার ‘গুড বুকে থাকা, চাটুকারিতা’ ও ‘তৈল মর্দনে’র জন্যই এখানকার নেতারা এসব করছে। এই দেওয়াল লিখনে জেলায় কোন প্রভাব পড়বেনা, মানুষ জানে পুরো বিষয়টি ‘ভাঁওতাবাজি’ বলে তিনি দাবি করেন।
Be the first to comment