জাতীয় মঞ্চে ফের সেরার স্বীকৃতি পেল বাংলা। আবারও ১০০ দিনের কাজে জাতীয় পুরস্কার পেল পশ্চিমবঙ্গ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনধারার উন্নয়ন ও একত্রীকরণে সেরার সম্মান পেয়েছে এ রাজ্য। সারা ভারতের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়া। দ্বিতীয় স্থানে রয়েছে কোচবিহার।
শনিবার ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ১০০ দিনের কাজে প্রথম হয়ে জাতীয় পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ। আমি খুবই খুশি। জীবনধারার উন্নয়ন ও একত্রীকরণে পুরস্কার জিতেছে বাংলা। একথা ঘোষণা করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে বাঁকুড়া ও কোচবিহার। বাঁকুড়া প্রথম হয়েছে। কোচবিহার দ্বিতীয় স্থানে রয়েছে। সেরা পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতও।
একইসঙ্গে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যে, জেলায় গ্রাম পঞ্চায়েতে কঠোর পরিশ্রমের ফল এটা। ১০০ দিনের কাজে টপ পারফর্মার হয়ে আসছে আমাদের রাজ্য। অসামান্য কাজের জন্য সকলকে অভিনন্দন। উল্লেখ্য, এর আগেও ১০০ দিনের কাজে পুরস্কার জিতেছিল বাংলা।
Be the first to comment