আমার কপালে লেখা আছে মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভবানীপুর উপনির্বাচনের প্রচারে মঙ্গলবার খিদিরপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তাঁর গলায়. শোনা গেল নন্দীগ্রামে চক্রান্ত করে হারানোর অভিযোগ। একইসঙ্গে তিনি বলেন, আসলে নিয়তির ফের। আমার কপালে লেখা আছে মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হব। আমার ঈশ্বর, আমার আল্লার তাই ইচ্ছে। এর আগে ৬ বার দক্ষিণ কলকাতা থেকে লড়েছি। প্রত্যেকবার আপনাদের ভোটই আমাকে জিতিয়েছে।’

একইসঙ্গে ভবানীপুর নির্বাচনী কেন্দ্রের প্রত্যেক ভোটারের কাছে ভোটদানের আর্জি জানান নেত্রী। তিনি বলেন, আপনাদের প্রত্যেকটা ভোট গুরুত্বপূর্ণ। ১টা ভোট না পেলেও আমার ক্ষতি হয়ে যাবে। অনেকে ভাবছেন, দিদি এমনিই জিতে যাবেন। আবার বৃষ্টির মধ্যে ভোট দিতে যাব কেন। কিন্তু, দোহাই ওই কাজটি করবেন না। আপনাদের প্রতিটা ভোট আমার দরকার। ভোট না দিলে আমাকে পাবেন না। আমি না জিতলে তৃণমূলের মুখ্যমন্ত্রী, অন্য কেউ হবে, আমি নয়।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে গোটা দল আত্মবিশ্বাসী হলেও কোনও লড়াই যে মমতা বন্দ্যোপাধ্যায় হালকা, দায়সারাভাবে নেন না তা ভবানীপুরের প্রচারের প্রথম দিন থেকেই স্পষ্ট। জনসংযোগে কোনওরকম ফাঁক দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো।

পাশাপাশি এদিন বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন প্রচার মঞ্চ থেকে তিনি বলেন, একুশের নির্বাচনের আগে বাংলায় ডেলিপ্যাসেঞ্জারি করত বিজেপি আর ওদিকে ত্রিপুরায় যেতে গেলে মাথা ফাটিয়ে দেওয়া হয়। অভিষেক মিছিল করতে চেয়েছে বলে ওকে আটকাতে ৪ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে ওখানে। অর্থাৎ পুজোতেও জারি ১৪৪ ধারা। প্রয়োজনে ত্রিপুরায় খেলা হবে। আমরা খেলব, জিতব, বিজেপিকে দেশ থেকে তাড়াব।’

এদিন ভবানীপুর উপনির্বাচনের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, ”এরকম বৃষ্টি আগে কখনো হয়নি। ত্রিশ বছরে কেউ দেখেনি। গতবছর সাইক্লোন আম্পানের বিপর্যয়ের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, মমিনপুরে আমরা একটা পাম্পিং স্টেশন বানাব। মানুষের ভোগান্তি যাতে কম হয় তাই এই সিদ্ধান্ত।”

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আগে বৃষ্টি হলেই সাতদিন জল জমে থাকত। এখন তো এমন বৃষ্টি তার উপর পূর্ণিমার কারণে ভরা কোটাল। বাংলা নদীমাতৃক জায়গা। আমরা সাড়ে তিন লক্ষ পুকুর কেটেছি যাতে জল গিয়ে ওখানে জমা হয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*