বড়দিন কাটলেও রাজ্যে এখনও উৎসবের মরশুম। আলোর মালায় সেজেছে গোটা শহর। আর এই মরশুমে নবান্ন থেকে বেরিয়ে সোজা বো বারাকে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপচারিতা সারলেন এলাকাবাসীর সঙ্গে। বেশকিছুক্ষণ ছিলেন সেখানে।
এদিন সকালে বিধানসভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে অধ্যক্ষের সঙ্গে বৈঠক সারেন। তারপর সোজা চলে আসেন নবান্নে। সেখানে রাজ্যের প্রশাসনিক কর্তা, বিধায়কদের সঙ্গে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক করেন মমতা। একাধিক নির্দেশিকাও দেন। বৈঠক সেরে নবান্ন থেকে বেরিয়ে মধ্য কলকাতার বো বারাকে হাজির হন মুখ্যমন্ত্রী।
https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1347785548989531/
আলোর মালায় সজ্জিত ঐতিহ্যমণ্ডিত বো বারাক ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। তাঁর আসার খবর পেয়েই উচ্ছ্বসিত ছিল এলাকার বাসিন্দারা। তাঁরা ফুলের তোড়া দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। মেতে ওঠেন আলাপচারিতায়। মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরে আনন্দিত বো বারাকের বাসিন্দারা।
Be the first to comment