বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনেও এল সুখবর। বুধবার প্রথম দিনে বাংলায় ১০ হাজার কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। এরপর বৃহস্পতিবার সম্মেলনের দ্বিতীয় দিন নজরে রাজ্যের স্বাস্থ্য ও পর্যটন খাত।
বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাস্থ্যখাতে ৩৫০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস পেয়েছে রাজ্য। এরমধ্যে অ্যাপোলো গ্রুপের তরফে ১০০০ কোটি টাকা লগ্নি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অ্যাপোলো গ্রুপের তরফে জানানো হয়েছে, বাটানগরে হাসপাতাল তৈরি করা হবে। পাশাপাশি মেডিকেল কলেজও তৈরি করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, এবার পর্যটন থেকে লাভ ঘরে তুলতে মরিয়া রাজ্য সরকার। কোভিড কালে পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে, তাই সম্মেলনে নজর দেওয়া হয়েছে পর্যটনের দিকেও। বাঁকুড়া-মুর্শিদাবাদে পর্যটনে লগ্নি বাড়াতে চাইছে রাজ্য। পাশাপাশি সাফারির ক্ষেত্রে উন্নত টেকনোলজি শিখতে চাইছে রাজ্য। উত্তরবঙ্গ ও সুন্দরবনে উন্নত মানের সাফারি করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্যের। পর্যটনের ক্ষেত্রে সাফারিকে আরও উন্নত মানের করে তুলতে কেনিয়ার সাহায্য পাবে রাজ্য। বাণিজ্য সম্মেলনের মঞ্চে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে কেনিয়া। পাশাপাশি এদিন সম্মেলনে গুরুত্ব পেতে চলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পও।
উল্লেখ্য, কোভিডের কারণে দু’বছর পরে নিউটাউনে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। বুধবার রাজ্যপালের বাষণের মাধ্যমে সামিট শুরু হয়। তাবড় তাবড় শিল্পপতিরা হাজির আছেন এবারের সামিটে। আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি, উইপ্রো কর্ণধার আজিম প্রেমজি, ও জিন্দল গোষ্ঠী, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, ঋষাদ প্রেমজি, নিরঞ্জন হিরা নান্দানি, সঞ্জীব মেহতার মতো শিল্পপতিরাও এবারের সম্মেলনে উপস্থিত হয়েছেন।
বুধবার সম্মেলনের প্রথম দিনেই বড়সড় বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে রাজ্য। হিরানন্দানি গোষ্ঠী বাংলায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। আদানি গোষ্ঠীর গৌতম আদানিও জানিয়েছেন, বাংলায় ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করবেন তাঁরা। এরফলে যে ২৫ হাজার চাকরির ক্ষেত্র প্রস্তুত হবে, তাও জানাতে ভোলেননি তিনি।
Be the first to comment